ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

র‌্যাপিড দাবায় আমিনুল চ্যাম্পিয়ন

স্পোর্টস কারেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

ঢাকা: সাপ্তাহিক র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম।

দাবা ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় সদ্য জাতীয় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর রানার-আপ হন।



প্রতিযোগিতায় তৃতীয় হতে পঞ্চম স্থান লাভ করেন যথাক্রমে মনির হোসেন, ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল ও সোহেল চৌধুরী।   ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ৫৬ জন খেলোয়াড় অংশ নেন।

এদিকে, শনিবার ৩৬তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে দুটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হয়। দেবরাজ চ্যাটার্জী ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে হারিয়ে পঞ্চম হন। জাবেদ ষষ্ঠ স্থান পান। অন্য প্লে-অফ ম্যাচে আব্দুল্লাহ আল সাইফ মোহাম্মদ শরীফ হোসেনকে পরাজিত করে নবম হন। শরীফ দশম স্থান পান।

দেবরাজ ও জাবেদ সাত পয়েন্ট করে এবং শরীফ ও সাইফ সাড়ে চার পয়েন্ট করে অর্জন করায় প্লে-অফ ম্যাচে তাদের স্থান নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘন্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।