ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ ঘটনার তদন্ত করতে যাচ্ছে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
বিশ্বকাপ ঘটনার তদন্ত করতে যাচ্ছে ফ্রান্স

প্যারিস: বিশ্বকাপে ফ্রান্স খেলোয়াড়দের অনুশীলন বয়কটের ঘটনার কারন অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ফেডারেশনের বিদায়ী সভাপতি জ্যঁ পিয়েরে স্কালেতেস শুক্রবার এ কথা ঘোষণা করেন।



“তদন্তের জন্য আমি একটি কমিশন গঠনের পদক্ষেপ নিয়েছি। তারা ২০ জুনের (ফ্রান্স দলের খেলোয়াড়রা অনুশীলনে নামতে আপত্তি জানায়) পুরো ঘটনা খতিয়ে দেখবে”বলেন স্কালেতেস।

এফএফএফ সভাপতি জানান, তিন সদস্যের স্বাধীন একটি প্যানেলকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। প্রয়োজন মনে করলে তারা বিশ্বকাপ দলের যেকোনো প্রতিনিধি, কর্মকর্তা ও খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

“এই প্যানেল তদন্ত শেষে প্রাপ্ত ফলাফল জমা দেবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের ফেডারেল কাউন্সিলের কাছে। আশা করছি আগস্টের মধ্যেই তদন্তের কাজ শেষ করতে পারবেন তারা। ” বলেন স্কালেতাস।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘন্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।