ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

সেরেনার পা রক্তাক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০
সেরেনার পা রক্তাক্ত

লন্ডন: সেরেনা ভক্তদের জন্য দুঃসংবাদ। অন্তত তিনটি টুর্নামেন্টে তাঁকে দেখা যাবে না।

পা কেটে যাওয়ায় আপাতত টেনিসের বাইরে থাকতে হচ্ছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাকে।

গত সপ্তাহে রেস্তুরাঁয় ভাঙ্গা গ্লাসের ধারালো কাঁচে পা কেটে ফেলেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। কাঁচের টুকরা সরাতে ডান পায়ে অস্ত্রোপচারও করাতে হয়েছে এ মার্কিন টেনিস তারকাকে।    

সিনসিনাত্তি, ইস্তাম্বুল ও মন্ট্রিল টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। অথচ এই তিনটি টুর্নামেন্ট দিয়ে নিজেকে ইউএস ওপেনের জন্য প্রস্তুত করতে চেয়েছিলেন কৃষ্ণ তারকা। ৩০ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন।

শনিবার ডব্লিউটিএ ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী সেরেনা বলেন,“পায়ের অপারেশনের জন্য আমি সামনের আসর গুলোতে খেলতে পারছি না। এ জন্য ভীষণ খারাপ লাগছে”

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন,“আমাকে সমর্থনের জন্য সবার কাছে কৃতজ্ঞ। যদিও আমি নিজেই কোর্টে ফেরার তর সইতে পারছি না। ”

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘন্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।