ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

আটলান্টা টুর্নামেন্টে ফিরলেন রডিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

আটলান্টা: প্রায় একযুগ পর আবারও আটলান্টা টেনিস কোর্টে ফিরলেন র‌্যাঙ্কিয়ের নবম সেরা মার্কিন খেলোয়াড় অ্যান্ডি রডিক।

দীর্ঘ বিরতির পর টুর্নামেন্টটি আবারো এটিপি ট্যুরের অন্তর্ভুক্ত হওয়ায় বেশ ক’জন তারকা অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়।

তাদের মধ্যে রয়েছেন উইম্বলডনে দীর্ঘতম ম্যাচের রেকর্ড গড়া জন ইসনার ছাড়াও সাবেক র‌্যাঙ্কি সেরা অস্ট্রেলিয়ার লেইটন হেউইট।

তবে ২০০১ শিরোপা জয় করায় হার্ডকোর্টের এই টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে থাকছেন রডিকই। যেটা ছিল এই মার্কিন তারকার প্রথম কোনো এটিপি শিরোপা। দ্বিতীয় বাছাই হিসেবে থাকছেন ইসনার এবং তৃতীয় হেউইট। চতুর্থ বাছাই হিসেবে থাকছেন আর্জেন্টিনা খেলোয়াড় হোরাসিও জাবালোস।

উইম্বলডনের চতুর্থ রাউন্ডের খেলায় তাইওয়ানের লু ইয়েন-সুনের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়া রডিক ওয়াইল্ড কার্ড নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। যেখানে তিনি পাচ্ছেন পুরনো শত্রু বেলজিয়ামের জ্যাভিয়ের মালিসেকে।

তবে সামনেই ইউএস ওপেন ও ইউরোপের গ্রীষ্মকালীন মাটির কোর্টের প্রতিযোগিতার ব্যস্ত মৌসুম থাকায় বড় তারকাদের কেউই এখানে আসছেন না।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘন্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।