ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফ্রান্সের বিপক্ষে উরুগুয়ে একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ১১, ২০১০

ডারবান- বিশ্বকাপের প্রথম দিনেই গ্রুপ মুখোমুখি হচ্ছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও ফ্রান্স। শুক্রবারের সেই ম্যাচকে সামনে রেখে আগেভাগেই একাদশ ঠিক করে ফেলেছেন উরুগুয়ে কোচ ওসকার তাবারেজ।

বুধবারের ঘোষিত দলে চমক হিসেবে রয়েছেন ডিফেন্ডার মারিসিও ভিক্টরিনো ও মিডফিল্ডার এগিডিও আরেভালো।

প্রথম একাদশে ভিক্টরিনোকে ডাকায় নিশ্চিতভাবেই এই ম্যাচে সাইড বেঞ্চেই বসে কাটাতে হবে আন্দ্রেস সট্টি। অন্যদিকে ওয়াল্টার গারগানোর বদলি হিসেবে আগেই মাঠে নামবেন আরেভালো।

তাবারেজের পরিকল্পনানুযায়ী অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার ডিয়েগো ফরলানের সঙ্গে জুটি বাঁধবেন অ্যাজাক্সের লুইস সুয়ারেজ।

কোচের মূল লক্ষ্য ছিল ভারসাম্যপূর্ণ একটি দল। ফ্রান্সের সম্ভাব্য একাদশের দিকে নজর রেখেই তিনি তার একাদশ সাজান। তাবারেজ জানান,‘‘ প্রতিপক্ষের শক্তির দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। শুরুতে সবাই রক্ষণাত্মক-ই থাকবে। তবে বল পেলেই আমরা তাদেরকে চাপে ফেলবো। ’’

টিম: ফানার্ন্দো মুসলেরা, মারিসিও ভিক্টরিনো, ডিয়োগো ফরলান, ডিয়েগো গডিন, ম্যাক্সিমিলানো পেরেইরা, আলভারো পেরেইরা, ডিয়েগো পেরেজ, এগিডিও আরেভালো রিওস, ইগনাসিও গঞ্জালেজ, লুইস সুয়ারেজ ও ডিয়েগো ফরলান।

উরুগুয়ে গ্রুপ ‘এ’ তে ফ্রান্স ছাড়াও মেক্সিকো ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০২৪৭ ঘ. ১০ জুন ২০১০
এএইচএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।