ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ম্যান্ডেলাকে শার্ট উপহার দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১০

মাগালিসবার্গ: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সবচাইতে বড় তারকা কালো মানুষের মুক্তির দূত নেলসন ম্যান্ডেলা। তাঁরই নাম লেখা পর্তুগিজ দলের শার্ট উপহার দিলেন ফুটবলের আরেক বিশ্ব তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

সঙ্গে ছিলেন কোচ কার্লোস কুয়েইরোজ।

বৃহস্পতিবার এ কথা জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে জানায়,“দক্ষিণ আফ্রিকার সাবেক এই নেতার জোহানেসবার্গের বাসায় ব্যক্তিগত আমন্ত্রণ পাওয়ায় তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে যায় তারা (রোনালদো ও কুয়েইজার)। ”

“সাবেক প্রেসিডেন্টের বয়স চিহ্নিত পেছনে ৯১ নাম্বার লেখা পর্তুগালের টি-শার্ট উপহার দিতে পেরেও খুশি পর্তুগালের তারকারা” জানিয়েছে ফেডারেশন।

জুলাই ৯২ বছরে পা রাখা ম্যান্ডেলা দ্রুতই দুর্বল হয়ে পড়ছেন। ফলে খুব কমই তিনি বাইরে আসছেন। ম্যান্ডেলা পরিবার বিশ্বকাপ আসরে তাঁর উপস্থিতি নিশ্চিত করলেও দূভার্গ্য বিশ্ববাসীর।

সড়ক দূর্ঘটনায় ম্যান্ডেলা তনয়ার কন্যা নিহত হওয়ার শেষ পর্যন্ত বিশ্বকাপে তার উপস্থিতি বাতিল করা হয়েছে।

বাংলাবেশ স্থানীয় সময়: ১৭০৮ ঘ. ১১ জুন, ২০১০
এসএফএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।