ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভিন্ন ম্যাচে আর্সেনাল ও লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
ভিন্ন ম্যাচে আর্সেনাল ও লিভারপুলের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল ও লিভারপুল। বছরের শেষ ম্যাচে অ্যালেক্সিস সানচেজের অসাধারণ পারফরম্যান্সে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্সেনাল।

পাশাপাশি অন্য ম্যাচে বার্নলির বিপক্ষে রাহিম স্টারলিংয়েরে একমাত্র গোলে জয় পেয়েছে লিভারপুল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলার নয় মিনিটেই পেনাল্টি থেকে এগিয়ে যাবার সুযোগ এসেছিল গানারদের সামনে। তবে সানচেজের সরাসরি করা শট রুখে দেন সফরকারিদের গোলকিপার রবার্ট গ্রিন।

এদিকে পেনাল্টি থেকে গোলের সুযোগ মিস করলেও খেলার ৩৭ মিনিটে কিরান গিবসের পাস থেকে দলের লিড এনে দেন চিলিয়ান স্ট্রাইকার সানচেজ। পরে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি।

এদিকে বিরতি থেকে ফিরে দশ জনের দলে পরিণত হতে হয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের। খেলার ৫৩ মিনিটে ফাউল করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান অলিভার জিরুদকে। তবে দশ জনের দল নিয়েও দমে যায়নি আর্সেনাল। আর খেলার ৬৫ মিনিটে সানচেজের অ্যাসিস্টেই দলের লিড দ্বিগুন করেন থমাস রসিকি।

এদিকে খেলার ৭৯ পেনাল্টি পায় কিউপিআর। তবে এ সুযোগ হাতছাড়া করেনি সফরকারিরা। চার্লি অস্টিনের গোলে ব্যবধান কমায় দলটি।

তবে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

এদিকে অপর ম্যাচে বার্নলির ঘরের মাঠ টার্ফ মোরে খেলার প্রথমার্ধ কোন গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে স্টারলিংয়ের একমাত্র গোলে জয় পায় লিভারপুল। কোতিনহোর অ্যাসিস্ট থেকে গোলটি আদায় করে এ ইংলিশ তারকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পেয়েই মাঠ ছাড়ে ব্র্যান্ডন রজার্সের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।