ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পুলিশ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
পুলিশ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মনোমুগ্ধকর নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠান উদযাপিত হয়।



ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজি (ইন্সপেক্টর জেনারেল) ও কলেজের গভর্নিং বডির সভাপতি একেএম শহীদুল হক।

প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ সৃষ্টি করে ‘যেমন খুশি তেমন সাজো’। শিক্ষার্থীদের অনেকে এর মধ্য দিয়ে চলমান রাজনৈতিক সহিংসতায় লেখাপড়াসহ জনগণের জানমালের ক্ষয়ক্ষতির দিকটি তুলে ধরার চেষ্টা করে। বিশেষ করে পেট্রোল বোমা ও ককটেল হামলার বীভৎসতা ফুটে ওঠে তাদের সাজে।

দেশাত্ববোধক গানের তালে তালে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর মাঠ ডিসপ্লে ও সুশৃঙ্খল কুচকাওয়াজ আয়োজনকে করে তোলে আরও উপভোগ্য।

আমন্ত্রিত পুরুষ অতিথিদের ‘বেলুন ফাটানো’, অভিভাবকদের দৌড় প্রতিযোগিতা, মহিলা অভিভাবক ও শিক্ষিকাদের ‘পিলো পাসিং’ বাড়তি আর্কষণ সৃষ্টি করে।

‘বেলুন ফাটানো’ প্রতিযোগীতায় পুলিশের আইজি একেএম শহীদুল হকও অংশ নেন।

এদিন দুপুরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশের আইজি।

এসময় তিনি মনোমুগ্ধকর পরিবেশনা ও পড়াশুনায় ধারাবাহিকভাবে ভালো করার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন।

প্রথম পর্বের প্রতিযোগিতার পর বিকেলে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।