ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাড়তি চাপ থাকবে বার্সার উপর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বাড়তি চাপ থাকবে বার্সার উপর ছবি : সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। হাইভোল্টেজ ম্যাচটি হওয়ায় আগে থেকেই দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে।



স্বাভাবিক দৃষ্টিতে ম্যানসিটির তুলনায় বার্সাই এগিয়ে থাকবে। তবে, সাম্প্রতিক ফর্ম বিচারে কাউকেই খাটো করে দেখার উপায় নেই।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমেও একই স্টেজে মুখোমুখি হয়েছিল বার্সা-ম্যানসিটি। দুই লেগ মিলিয়ে ৪-১ এ জিতেছিল মেসি-ইনিয়েস্তারা। কিন্তু, এবার আর বার্সাকে ছাড় দিতে রাজি নন সিটিজেনদের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।

ম্যানসিটি অধিনায়ক বলেন, ‘বার্সাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বীতাই হবে। আমাদের মাঠে খেলা হওয়ায় মানসিকভাবে আমরা এগিয়ে থাকব। আমি মনে করি, তাদের সব ম্যাচে জেতার সক্ষমতা নেই। গতবার আমাদেরকে হারিয়েছে বলে যে এবারও হারাবে এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। ’

এই বেলজিয়ান ফুটবলার আরও বলেন, ‘ইংলিশ লিগে সর্বশেষ ম্যাচে নিউক্যাসলকে ৫-০ গোলে হারিয়ে আমরা মানসিকভাবে বেশ উজ্জীবিত। কিন্তু, ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে মালাগার বিপক্ষে হেরে যাওয়ায় বার্সার ওপর বাড়তি চাপ থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।