ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় স্বপ্নকুঁড়ি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে ১৩টি ইভেন্টে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ১১৭জন প্রতিবন্ধী শিক্ষার্থী  অংশ নেয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী খালিদ বাবু। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষ বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী, সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার দিলু, তারাটি ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।