ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স জাতীয় থ্রোবল প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স জাতীয় থ্রোবল প্রতিযোগিতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুরু হলো ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স প্রথম জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৫।

শুক্রবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাবাডি স্টেডিয়ামে ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) এ প্রতিযোগিতা উদ্বোধন করেন।



প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটন এবং বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় নয়টি পুরুষ ও চারটি মহিলা দল অংশ নেয়।

পুরুষ বিভাগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশ প্রথম সেটে ২৫-৪ ও দ্বিতীয় সেটে ২৫-১৮ ম্যাচে জয়লাভ করে। এছাড়া দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে থ্রোবল একাডেমি খুলনা। তারা নড়াইলের ফিরোজ স্মৃতি সংসদকে ২৫-১৩, ২৫-১৯ ও ১৫-১০ পয়েন্টে পরাজিত করে।  

এদিকে মহিলা বিভাগে জয়ের দেখা পায় খুলনার ও বাগেরহাটের থ্রোবল একাডেমি এবং থ্রোবল সমিতি মাগুড়া।

প্রথম ম্যাচে খুলনার থ্রোবল একাডেমি ২৫-৭ ও ২৫-১০ পয়েন্টে সাউথ পয়েন্ট স্কুল ও কলেজকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে মাগুড়ার থ্রোবল সমিতি বাগেরহাটের থ্রোবল একাডেমিকে ২৫-১৩, ১৫-৮ ও ২১-১৫ হারিয়ে দেয়। প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় পায় বাগেরহাট থ্রোবল একাডেমী।   সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজকে ২৫-১০ ও ২৫-১০ পয়েন্টে পরাজিত করে।    

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর জোবেরা রহমান লিনু ও ওয়ালটনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যাক্ষ আশিক-আল-মামুন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।