ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পিছিয়ে গেল প্রিমিয়ার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
পিছিয়ে গেল প্রিমিয়ার লিগ

ঢাকা: পিছিয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর শুরু হওয়ার কথা ছিল ৯ মার্চ থেকে।

এছাড়া সামনে আছে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের খেলাও। এ প্রতিযোগিতার কারণেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা।

৯ মার্চের বদলে লিগ শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। প্রায় একমাস পিছিয়ে গেল। এদিকে সদ্য সমাপ্ত ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং রানার্সআপ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পেশাদার ফুটবল লীগ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন।

এ উপলক্ষ্যে শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, পেশাদার ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন ভুঁইয়া, শেখ রাসেলের ডিরেক্টর ইন-চার্জ ইসমত জামিল আকন্দ লাভলু এবং ১১ ক্লাবের প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সদস্য।

এ সভায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলো অনুরোধ করে লিগের খেলা যেন পিছিয়ে দেয়া হয়। কারণ লিগ শুরু করে আবার কদিন পরেই তা বন্ধ করে অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নেবে বাফুফে। ফলে এতে সব ক্লাবগুলোরই লিগ প্রস্তুতিতে বিঘ্ন ঘটবে। ক্লাবগুলোর এমন দাবিতে পেশাদার লীগ কমিটি লিগ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

সভায় প্রিমিয়ার লীগসহ বিভিন্ন টুর্নামেন্টে ক্লাবগুলোর অংশগ্রহণ ফি, প্রাইজমানি ফি, ঢাকার বাইরে মানসম্মত ভেন্যু, বিভিন্ন খেলা বাবদ বাফুফের কাছে বিভিন্ন ক্লাবের পাওনা আদায় প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।

কয়েক দিন আগে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১৬ মার্চ। কোচ লোডভিক ডি ক্রুইফ দেশের বাইরে থাকলেও এ সময়ের মাঝে ফিরে ক্যাম্পের দায়িত্ব কাঁধে তুলে নেবেন। উজবেকিস্তান, ভারত, সিরিয়া ও বাংলাদেশের অংশ গ্রহণে এ টুর্নামেন্ট শুরু হবে ২৭ মার্চ থেকে।

এদিকে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য আবারও ঢাকায় আটকা পড়ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুত করা হচ্ছিল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম এবং চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ কমিটি আপাতত ঢাকাতেই আয়োজিত প্রিমিয়ার লিগ। কারন এখনও দেশের রাজনৈতিক অবস্থা আর ভেন্যুগুলো শতভাগ তৈরি নয় লিগের জন্য।

ওদিকে এখনও কাটেনি স্পন্সর সমস্যা। সদ্যসমাপ্ত ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয় টাইটেল স্পন্সর ছাড়াই। প্রিমিয়ার লিগের স্পন্সর এখনও সংগ্রহ করতে পারেনি বাফুফে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।