ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ছোট হলো বাংলাদেশ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ছোট হলো বাংলাদেশ দল

ঢাকা: আগামী ২০-২৫ এপ্রিল পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস চ্যাম্পিয়নশিপের খেলা নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে শ্রীলঙ্কার কলম্বোয় এই আসরে ‘ফেয়ার প্লে’ ট্রফি জেতায় এবারও ভাল করার লক্ষ্যে গত বুধবার থেকে প্রায় ২ মাসের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাফুফের মহিলা উইং।

এ আবাসিক ক্যাম্প উপলক্ষে ৩৯ কিশোরী ফুটবলারকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

রবিবার সেখান থেকে ১২ জনকে বাদ দিয়ে ছোট করা হয়েছে বাংলাদেশ দলটি। চূড়ান্ত দলে স্থান পাওয়া ২৭ কিশোরী ফুটবলার হচ্ছে: মাহমুদা, মৌসুমী, রূপা, নার্গিস, ময়না, শিউলি, নাজমা, কল্পনা, রুমা, শর্মিলি, জোছনা, শামসুন নাহার, মৌসুমী, রত্না, মারিয়া, তহুরা, কৃষ্ণা রানী, সানজিদা, রাজিয়া, মনিকা, মারজিয়া, নীলা, রোকসানা, সাজেদা, ইয়াসমিন, স্বপ্না ও চাতুইমা।

আর এই ক্যাম্প থেকে বাদ পড়েছে: তাসলিমা, সাবিনা, আইরিন, ঝুমা, স্মৃতি, শিরাত, সূবর্ণা, নার্গিস, ইলা, শেফালি, আঁখি, অনন্যা ও সাদিয়া।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।