ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

থ্রোবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
থ্রোবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সংগৃহীত

ঢাকা: খেলাটির নাম ‘থ্রোবল’। যা বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই অপরিচিত একটি খেলার নাম।

১৯৩৯ সালে অস্ট্রেলিয়ায় প্রথম শুরু হয় থ্রোবল খেলা।

থ্রোবল খেলাটি অনেকটা ভলিবলের মতোই। কিন্তু সামান্য পার্থক্য রয়েছে। এরপর ১৯৫০ সালে ভারতে শুরু হয় এই খেলা। আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে। এ যাত্রায় বাংলাদেশেও চলে আসে থ্রোবল খেলা।

২০১২ সালে সাবেক খ্যাতিমান ভলিবল খেলোয়াড় আবুল কাশেম খান বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এরপর গেল কয়েক বছরে আন্তর্জাতিক বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়ে বাংলাদেশ থ্রোবল দল সাফল্য পেয়েছে। এর মধ্য দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের যাত্রা।

গত ১৮ ফেব্রুয়ারি এক বিশেষ সভায় বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। মনোনয়নের ভিত্তিতে ২৫ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। কমিটির অন্যান্য সদস্যরা সোমবার সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, থ্রোবল ভলিবলের মতোই একটি খেলা। খেলাটি মোট ২৫ পয়েন্টের হয়ে থাকে। ভলিবলে ছয়জন অংশ নিলেও থ্রোবলে অংশ নেন সাতজন খেলোয়াড়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।