ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিকেএসপিতে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল গঠন কর্মসূচি

স্টাফ করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
বিকেএসপিতে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল গঠন কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা) : জাতীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল গঠনের উদ্দেশ্যে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট প্রতিভা অন্বেষণ কর্মসূচি-২০১৫ আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে যৌথভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।



সোমবার (২ মার্চ) বিকেলে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নুর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

আয়োজকদের পক্ষ থেকে বাংলানিউজকে জানানো হয়, ২ থেকে ৪ মার্চ পর্যন্ত প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে সারা দেশ থেকে অংশ নেওয়া ১৮০ জন শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়ের মধ্য থেকে ২৫ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হবে।

এরপর নির্বাচিত ২৫ জন খেলোয়াড়ের জন্য বিকেএসপিতে তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে ক্রিকেট দলটির আগামী সেপ্টেম্বরে আইসিআরসি আয়োজিত পাঁচ জাতি শারীরিক প্রতিবন্ধী আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মোর্তজা খান, আইসিআরসি ঢাকার হেড অব ডেলিগেশন ক্রিস্টিন চিপোলা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।