ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

মিসবাহর অবসর ভাবনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০
মিসবাহর অবসর ভাবনা

ঢাকা: বিতর্ক পাকিস্তান ক্রিকেটের অলংকার। বিতর্ক ছাড়া একমুহূর্তও থাকতে পারছে না দেশটির ক্রিকেট বোর্ড।

মিসবাহ উল হক বিতর্কের অঙ্গুলি তুলেছেন জাতীয় দল নির্বাচকদের দিকে। তার প্রতি নির্বাচকদের অবহেলার অভিযোগ এনেছেন।

নির্বাচকদের আচরণের পরিবর্তন না এলে আগামী বছর শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে না বলে দেওয়ার পরিকল্পনা রেখেছেন মারকুটে এই ব্যাটসম্যান।

দুই তরুণ ক্রিকেটার আজহার আলি ও উমর আমিনকে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সফরে নেওয়া হলেও নির্বাচকেরা মিসবাহকে অগ্রাহ্য করেন। এ বছরের ডিসেম্বরে তার সঙ্গে পিসিবির চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে।

এক্সপ্রেস ট্রিবিউনকে এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘‘আমার ৩৬ বছর বয়স চলছে এবং আন্তর্জাতিক অঙ্গনে খেলার মতো ফিট রয়েছি। কিন্তু ভাগ্য আমার পক্ষে নেই এবং তরুণরা দলে জায়গা করে নিচ্ছেন। ফলে আমি অবসর নিয়ে আবারো ভাবতে বাধ্য হয়েছি। ’’

২০০১ সালে দলে অভিষেক হয় মিসবাহর। পাকিস্তান দলে অনিয়মিত থাকা এই ব্যাটসম্যান স্মরণীয় সময়টা কাটিয়েছেন ২০০৭ এর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘন্টা, জুলাই ২৭, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।