ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রীতি ম্যাচেও অনিশ্চিত বালাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০
প্রীতি ম্যাচেও অনিশ্চিত বালাক

বার্লিন: জার্মানির মিডফিন্ডার মাইকেল বালাক গোড়ালির চোটের কারণে খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। চোট না সারায় ১১ আগস্ট ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচেও থাকছেন না।



মঙ্গলবার জার্মানির কাব বায়ার লেভারকুসনের কোচ জুপ হেঙ্গকেস এক সাক্ষাৎকরে এমনটাই বলেন দৈনিক পত্রিকা বিল্ডকে।

ইংলিশ কাব চেলসি থেকে লেভারসুসনে যোগ দেওয়া বালাক গত সপ্তাহে অনুশীলন করেন নতুন কাবের সতীর্থদের সঙ্গে। অনুশীলন শেষে কোচ হেঙ্গকেস মন্তব্য করেন খেলার জন্য এখানো পুরোপুরি ফিট নয় বালাক।

বলেন,“ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচটি খুব কাছে। বালাকের ফিটনেসের যে অবস্থা তাতে খেলার বিষয়টি চিন্তা না করাই ভালো। ”

৩৩ বছর বয়সী বালাক গত মে মাসে চেলসির হয়ে এফএ কাপের ফাইনাল খেলার সময় গোড়ালিতে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।

চোটের জন্য দলে না থাকায় ২০১০ এর বিশ্বকাপে জার্মানির নেতৃত্ব দেন বায়ার্ন মিউনিখের তরুণ খেলোয়াড় ফিলিপ লাম। তাই দলেও বালাকের অবস্থান খানিকটা নড়বড়ে হয়ে গেছে বলে অনেকেই মনে করছেন।

কিন্তু জাতীয় দলের কোচ জোয়াকিম লো এসব উড়িয়ে দিয়ে বলেছেন, দলে বালাক ও লামের ভূমিকা কি হবে। তা তিনি জানাবেন ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘন্টা, জুলাই ২৭, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।