ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মালাগার বিপক্ষে বার্সার কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
মালাগার বিপক্ষে বার্সার কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। মালাগাকে ১-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

থমাস ভারমায়েলেনের একমাত্র গোলে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে স্প্যানিশ জায়ান্ট বার্সা।

ক্যাম্প ন্যু’তে ঘরের মাঠে কাতালানদের জন্য এ ম্যাচটি ছিল প্রতিশোধের ম্যাচ। কারণ গত মৌসুমের চ্যাম্পিয়নরা দুই লেগের কোনো ম্যাচেই মালাগাকে হারাতে পারেনি। বরং এই ক্যাম্প ন্যুতে আতিথ্য নিয়ে স্বাগতিক বার্সাকে ১-০ গোলের পরাজয়ের লজ্জা দিয়েছিল মালাগা।

বার্সার বেলজিয়ান তারকা সেন্টারব্যাক ভারমায়েলেন ম্যাচের ৭৩ মিনিটে গোলটি করেন। গত বছর ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনাল থেকে ১৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে কাতালানদের দলটিতে নাম লেখালেও এর আগে মাত্র দু’টি ম্যাচে লা লিগার আসরে নেমেছিলেন ২৯ বছর বয়সী ভারমায়েলেন। তবে, এই ম্যাচে মেসি-নেইমার-সুয়ারেজদের মতো সেরা তারকাদের ডিঙিয়ে গোল করেন আর্সেনালের হয়ে দেড়শ ম্যাচ খেলা এ তারকা।

বার্সার হয়ে প্রথম একাদশে মাঠে নামেন ক্লদিয়ো ব্রাভো, সার্জি রবার্তো, মাশচেরানো, ভারমায়েলেন, জরদি আলবা, ইভান রেকিটিচ, বাসকুয়েটস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, নেইমার এবং লুইস সুয়ারেজ। এছাড়া বদলি হিসেবে আরও নেমেছিলেন রাফিনহা, সান্দ্রো রামিরেজ এবং জেরেমি ম্যাথিউ।

ক্যাম্প ন্যুতে প্রায় ৮১ হাজার দর্শকের উপস্থিতিতে মালাগা দারুণভাবে স্বাগতিকদের আটকে রাখে। কাতালানদের গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত। ভারমায়েলেনের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

নিজেদের প্রথম ম্যাচে অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষে জয় পাওয়ায় টানা দুই ম্যাচ জিতে বার্সার সংগ্রহ ৬ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।