ঢাকা: থমাস মুলারের ২০০তম বুন্দাসলিগা ম্যাচটি স্মরণীয় করে রাখলেন এ স্ট্রাইকার। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় বায়ার লেভারকুসানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেল বায়ার্ন মিউনিখ।
এ ম্যাচে জয়ের ফলে লিগে টানা তিন খেলায়ই জয়ের মুখ দেখলো বাভারিয়ানরা। তাই নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল দলটি।
বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন এদিন শুরু থেকেই আক্রমণাত্বক হয়ে খেলতে থাকে। দুর্দান্ত কিছু শটে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন স্বাগতিক ফুটবলাররা। আর ম্যাচের ২৬ মিনিটে দলের হয়ে লিড নেন মুলার। ব্রাজিলিয়ান তারকা দগলাস কস্তার ক্রস থেকে নিজের প্রথম গোল করেন মুলার।
তবে বিরতির আগে আর কোন গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বায়ার্ন।
বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে লেভারকুসান ফুটবলার ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। পরে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন মুলার।
ম্যাচের ৭১ মিনিটে আবারো পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে গোল করলে হয়ত হ্যাটট্রিক করতে পারতেন মুলার। তবে শটটি নিতে আসেন রোবেন। আর শটে কোন রকম ভুল না করে দলের লিড তিনে নিয়ে যান এ ডাচ তারকা।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অগস্ট ৩০, ২০১৫
এমএমএস