ঢাকা: লুইজ আদ্রিয়ানোর দ্বিতীয়ার্ধের হেডে এমপোলির বিপক্ষে ২-১ গোলের জয় পেল এসি মিলান। আর সিরিআ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল দলটি।
এর আগে মিলান নিজেদের প্রথম লিগ ম্যাচে ফিরোন্টিনার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল। ফলে এ ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না ইতালিয়ান এ জায়ান্ট দলটির সামনে।
সান সিরোতে এদিন ম্যাচের ১৬ মিনিটেই লিড নেয় মিলান। আদ্রিয়ানোর অসাধারণ পাসে লিড নেন বাক্কা। তবে চার মিনিট পরেই সমতায় ফেরে এমপোলি। মাসিমিও মাসারোনের অ্যাসিস্টে সফরকারীদের সমতায় ফেরান রিকার্ডো সাপোনারা। পরে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।
বিরতির পর এমপোলি বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে ম্যাচের ৬৯ মিনিটে উল্টো গিয়াকোমো বোনাভেনচুরের ক্রসে দুর্দান্ত এক হেডের মাধ্যমে স্বাগতিকদের হয়ে লিড নেন আদ্রিয়ানো।
এ ম্যাচে সাইড বেঞ্চে বসেই দলের খেলা উপভোগ করেন লিভারপুল থেকে ব্যর্থ মৌসুম শেষ করে মিলানে যোগ দেওয়া মারিও বালোতেল্লি। তবে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিনইসা মিহাজলভিচের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমএমএস