ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডাচদের নেতৃত্বে রোবেন, ডেপুটি ফন পার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
ডাচদের নেতৃত্বে রোবেন, ডেপুটি ফন পার্সি ছবি: সংগৃহীত

ঢাকা: নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩১ বছর বয়সী আরিয়েন রোবেন। দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া ড্যানি ব্লাইন্ড ৩১ জন ফুটবলারকে বেছে নিয়েছেন তার নতুন মিশনের জন্য।

সেখানে তিনি ৩১ বছর বয়সী অভিজ্ঞ রোবেনকে দলপতির দায়িত্ব দেন।

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়ে ১২ নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ডস।

গত জুলাইয়ে গাস হিড্ডিঙ্ক পদত্যাগ করেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাজে পারফর্ম করার দরুণ হিড্ডিঙ্ক দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন ব্লাইন্ড।

এর আগে রবিন ফন পার্সি ডাচদের অধিনায়কের দায়িত্ব পালন করেন। এবার তাকে সহ-অধিনায়কের পদে রেখেছে ডাচ ফুটবল ফেডারেশন।

পার্সিকে সরিয়ে দেশের জার্সি গায়ে ৮৬ ম্যাচ খেলা রোবেনের হাতে দলপতির দায়িত্ব দেওয়া প্রসঙ্গে ব্লাইড বলেন, মাঠের পারফর্ম দিয়ে এটি নির্ধারণ করা হয়নি। পার্সি আর রোবেনকে ফুটবল নৈপূণ্য বিবেচনায় অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়নি। দল পরিচালনা এবং সতীর্থদের ঐক্যবদ্ধ করার ব্যাপারে দু’জনই সমান। তবে, এ মুহূর্তে দলে রোবেনের মতো একজন নেতার প্রয়োজন।

কোচের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পার্সি জানিয়েছেন, আমার সাথে কোচের দীর্ঘ আলাপ হয়েছে। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা দলের জন্য ভালো। আমি সবসময় রোবেনকে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার জন্য বলতাম। সহ-অধিনায়ক হিসেবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে রোবেনকে সহায়তা করার। কোচ এবং আমাদের নতুন মিশনে দেশকে ভালো কিছু দিতে চাই।

অধিনায়কত্ব পাওয়ার পর রোবেন জানান, দেশকে নেতৃত্ব দিতে পারা সত্যিই আমার জন্য বড় সম্মান। নিজের জায়গা থেকে যতটা পারি সতীর্থদের সাথে নিয়ে সঠিক দায়িত্ব পালন করব। আমাদের সকলের লক্ষ্য এখন একটাই, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করা।

ইউরো ২০১৬’র বাছাইয়ে ব্লাইন্ডের অধীনে ডাচরা সেপ্টেম্বরে আইসল্যান্ড, তুরস্কের বিপক্ষে মাঠে নামবে। পরের মাসে কাজাখস্তান আর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে আরিয়েন রোবেন-ফন পার্সি-স্নেইডাররা।

৩ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে আর ৬ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে তুর্কিদের বিপক্ষে খেলবে রোবেন বাহিনী।

৩১ জন ফুটবলারের মধ্য থেকে ব্লাইন্ড চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। প্রাথমিক দলে ডাক পেয়েছেন রবিন ফন পার্সি, বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেন, গ্যালাতাসারের ওয়েসলি স্নেইডার, ম্যানইউয়ের ড্যালি ব্লাইন্ড, মেম্ফিস ডিপাই, এসি মিলানের নাইজেল ডি জং, ল্যাজিও রোমার স্টেফান ডি ভার্জ আর পিএসজির ভ্যান ডার উইলির মতো তারকারা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।