ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সমর্থকদের নির্ভার থাকতে বলেছেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। সাফ জানিয়ে দিয়েছেন কাতালানদের ছেড়ে আপাতত কোথাও যাওয়ার ইচ্ছে নেই তার।
বেশ কিছুদিন ধরেই বাতাসে গুঞ্জন উঠে, গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সা থেকে ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাবেন নেইমার। ব্রিটিশ সংবাদমাধ্যম গুলো ফলাও করে প্রচার করে নেইমারের ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার ব্যাপারটি।
তবে, এমন কিছুই হচ্ছেনা বলে পরিষ্কার জানিয়ে দিলেন নেইমার। তিনি এ প্রসঙ্গে বলেন, বার্সার সকল ভক্তদের আমি বলছি শান্ত আর নির্ভার থাকতে।
নেইমারকে দলে ভেড়াতে যত অর্থই লাগুক তা দিতে রাজি হয় ম্যানইউ। কিন্তু ব্রাজিলিয়ান তারকাকে কিছুতেই ছাড়তে চায় না বার্সা। কাতালানদের প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ আর কোচ লুইস এনরিক নেইমারের ক্লাব ছাড়ার গুজবকে আগেই উড়িয়ে দিয়েছেন। বার্সার প্রেসিডেন্ট বলেছিলেন, আমরা চাচ্ছি, নেইমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত বার্সার হয়ে খেলুক। খুব শিগগিরই তার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। আশা করছি, নতুন চুক্তির মাধ্যমে পরবর্তী পাঁচ কিংবা দশ বছর সে ন্যু ক্যাম্পে থাকবে।
এবার মুখ খুলেছেন নেইমারও। তিনি বলেন, আমি বার্সা ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দিতে চলেছি যখন এমন খবর শুনতে পাই, তখন বেশ বিরক্ত হয়েছি। আমি এমন কিছুই ভাবিনি। শুধু শুনেছি আর শান্ত থেকেছি। বার্সাতেই আমি ভালো আছি এবং এখানকার সতীর্থদের সঙ্গে থাকতে পেরে আমি বেশ সুখী।
ম্যানইউ নেইমারকে ভেড়াতে ২৪০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে চেয়েছিল। অর্থ নেইমারের কাছে বড় কোনো বিষয় নয় জানিয়ে এ ব্রাজিলিয়ান বলেন, আমরা একটি দারুণ মৌসুম পার করেছি। নতুন মৌসুমে সতীর্থদের সঙ্গে আরও কিছু শিরোপা জিততে চাই।
নতুন মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে দুই লেগের ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। গলার ইনজুরিতে পড়া বার্সার এ স্ট্রাইকার লা লিগার প্রথম ম্যাচেও ছিলেন না। তবে, লা লিগার দ্বিতীয় ম্যাচে মালাগার বিপক্ষে মাঠে নামেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এমআর