ঢাকা: মালয়েশিয়া থেকে উড়াল দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।
অজিদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলে মালয়েশিয়ার বিপক্ষে। কুয়ালালামপুরের শাহ আলম স্টেডিয়ামে যাত্রাবিরতিতে খেলা আন্তর্জাতিক সে প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে মামুনুল ইসলামের দল। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের থেকে দুইধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের (১৬৮ তম) রুখে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।
এবার মিশন অস্ট্রেলিয়া। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে অজিদের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। যদিও এবারের প্রতিপক্ষ দলটি অতিথিদের জন্য মোটেই সহজ দল নয়। চারবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে অজিদের। আর বাংলাদেশ তাদের ইতিহাসে এই প্রথম কোনো বড় দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে।
সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান একধাপ পিছিয়ে ১৭০তম। দুইধাপ পিছিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৬১তম স্থানে। প্রতিপক্ষ দলটি লাল-সবুজদের থেকে বহুদূর এগিয়ে থাকলেও তাতে মোটেই ভীত নয় বাংলাদেশ-এমনটি জানান বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম।
যদিও ফিফার নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশের কোচ ডি ক্রুইফকে পাশে পাবেনা এনামুল-হেমন্ত-তকলিস-এমিলিরা। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০-৮৫ শতাংশ রক্ষণ সামলানোর কথা বলেছেন কোচ।
প্রথম দুটি হোম ম্যাচের একটিতে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারলেও অপরটিতে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। অপরদিকে, অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়েছে।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের খেলায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে আরও রয়েছে কিরগিজস্তান, তাজিকিস্তান, অস্ট্রেলিয়া ও জর্ডান।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এমআর