ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম মৌসুম ছিল অবিশ্বাস্য: সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
প্রথম মৌসুম ছিল অবিশ্বাস্য: সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘এমএসএন’ জাদুতে গত মৌসুমে অনেক ম্যাচ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। এক মৌসুমে ত্রয়ী হিসেবে বার্সার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও ভেঙেছেন মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী।

কাতালানদের হয়ে নিজের এক বছরকে ‘অবিশ্বাস্য’ বলে জানালেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

লিভারপুল ছেড়ে গত মৌসুমে বার্সায় নাম লেখানো সুয়ারেজ নিজের দ্বিতীয় মৌসুমে কাতালানদের হয়ে আরও শিরোপা জিততে চান বলেও জানান।

ব্রাজিল বিশ্বকাপে ইতালির জিয়ের্জিও চিয়েল্লিনিকে কামড় দেওয়ায় নিষেধাজ্ঞা পান সুয়ারেজ। ফলে, বার্সার সঙ্গে চুক্তি সম্পন্ন হলেও তিনি মাঠে নামতে পারেননি। গত বছর চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকোর’ ম্যাচ দিয়ে কাতালান দলে অভিষেক ঘটে সুয়ারেজের। প্রথম মৌ‍সুমে স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলেছেন ৪৩ ম্যাচ। যেখানে তার গোলসংখ্যা ২৫টি।

সুয়ারেজ নিজের প্রথম মৌসুমে বার্সায় মেসি-নেইমারদের সঙ্গে গড়েছিলেন বিশ্বের শক্তিশালী আক্রমণভাগ। ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই জিতেছেন লা লিগার শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আর কোপা দেল রে’র শিরোপা।

ট্রেবল জয়ী এ তারকা স্ট্রাইকার জানান, আমি বিশ্বাসই করতে পারছি না যে, কাতালানদের হয়ে এক বছর কাটিয়ে দিয়েছি। আর নিজের প্রথম মৌসুমেই দলটির সাথে থেকে ট্রেবল জয়ের স্বাদ নিতে পেরেছি। তবে, আমি বলবো গত মৌসুমটি আমাদের জন্য মোটেই সহজ ছিলনা। কঠিন সময়কে পার করেই ট্রেবল জিতেছিলাম।

বার্সার হয়ে দ্বিতীয় মৌসুম কাটানো সুয়ারেজ আরও যোগ করে বলেন, বার্সার হয়ে এক বছরে আমার সেরা মুহূর্তটি ছিল রিয়ালের বিপক্ষে গোল করা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে আমি যে গোলটি করেছিলাম, সেটিও মনে রাখার মতো। আমরা এ মৌসুমেও ট্রেবল জিততে চাই। যদিও আমাদের মৌসুমের শুরুটা ভালো হয়নি।

বার্সার হয়ে সুয়ারেজ তার একবছর কাটিয়ে দেওয়ার পর আগামীকাল (২৫ অক্টোবর) এইবারের বিপক্ষে ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে মাঠে নামবেন। বাংলাদেশ সময় রাত সোয়া এগারোটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।