ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডার্বি ম্যাচে জয় পায়নি ম্যানইউ-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ডার্বি ম্যাচে জয় পায়নি ম্যানইউ-ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: বহুল প্রতিক্ষিত ম্যানচেস্টার ডার্বিতে জয় পায়নি কোনো দল। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড।

গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেল্লেগ্রিনি আর লুইস ফন গালের শিষ্যরা।

ডার্বি ম্যাচে ইউনাইটেডের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ডি গিয়া, ভ্যালেন্সিয়া, জোনস, স্মলিং, মার্কোস রোহো, শোয়াইন্সটাইগার, স্নেইডারলিন, মাতা, আন্দ্রে হেরেরা, মার্শাল, ওয়েন রুনি। ম্যানসিটির হয়ে শুরুর একাদশে মাঠে নামেন জো হার্ট, সাঙ্গা, কোম্পানি, অতামেন্ডি, কোলারভ, ফার্নান্দো, ফার্নানদিনহো, ডি ব্রুইন, ইয়াইয়া তোরে, রাহিম স্টারলিং এবং বোনি।

প্রথম থেকেই ইংলিশ ডার্বিতে উত্তেজনা ছড়িয়ে খেলতে থাকে দুই দল। নিজেদের ডিফেন্স সামলে মাঝমাঠের বল দখলে স্বাগতিক ম্যানসিটি খেলা চালিয়ে যেতে থাকে। বেশ কয়েকবার সুযোগ পেলেও ভালো ফিনিশিংয়ে গোল আদায় করতে পারেনি ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা। নিজেদের কিছুটা সামলে নিয়ে দুই অর্ধেই গোলের সুযোগ খুঁজতে থাকে ম্যানইউ। অতিথি হয়ে খেলতে নামা ফন গালের শিষ্যরা মাঝমাঠের বল দখলের লড়াইয়ে স্বাগতিকদের ছেড়ে কথা বলেনি।

এ ম্যাচের পর পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেল ম্যানসিটি। ১০ ম্যাচে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে থাকা আর্সেনালের থেকে এগিয়ে থাকায় এক নম্বরে সিটিজেনরা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে ম্যানইউ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্টহাম।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।