ঢাকা: অবশেষে শঙ্কা কাটিয়ে আগামী ১৪ নভেম্বর ঢাকায় আসছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ)।
আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে মামুনুলদের মুখোমুখি হবে সকারুসরা।
নিরাপত্তা নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে। তবে, তাদের এই উদ্বেগের কোনো ভিত্তি না পাওয়ায় ফিফা সেই আবেদন প্রত্যাখ্যান করলে দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।
এর আগে সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ৩ সেপ্টেম্বর পার্থে অনুষ্ঠিত সে ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
১২ নভেম্বর কিরগিজস্তানের বিপক্ষে হোম ম্যাচ খেলে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল:
গোলরক্ষক: অ্যালেক্স কিস্যাক, অ্যাডাম ফেডেরিচি, ম্যাট রায়ান।
ডিফেন্ডার: জ্যাসন ড্যাভিডসন, রায়ান ম্যাকগোয়ান, জেমস মেরেডিথ, জস রিসডন, ট্রেন্ট সাইন্সবুরি, ম্যাট স্পিরানোভিচ, অ্যালেক্স উইলকিনসন, ব্যাইলি রাইট।
মিডফিল্ডার: মাইলে জেডিনাক, মাসিমো লুঙ্গো, ম্যাট ম্যাকাই, মার্ক মিলিগান, অ্যারন মুই, টম রজিচ।
ফরোয়ার্ড: নাথান বার্নস, টিম কাহিল, টমি জুরিচ, ম্যাথু লেকি, টমি ওয়ার, জেমস ট্রইসি।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৫
এমআর