ঢাকা: বুন্দেসলিগায় ইনট্রাচ্ট ফ্রাঙ্কফুটের বিপক্ষে গোলশুণ্য ড্র করেছে শক্তিশালী বায়ার্ন মিউনিখ। তবে এ ম্যাচে বায়ার্ন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে বলে জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা।
চলতি মৌসুমে জার্মান ঘরোয়া লিগের এ আসরে টানা ১০ ম্যাচে জয় পাওয়া বায়ার্ন শুক্রবার (৩০ অক্টোবর) কমনজব্যাংক অ্যারিনায় পয়েন্ট খোয়ালো।
ম্যাচে জাভি মার্টিনেজ, দগলাস কস্তা ও রবার্ট লেভান্ডভস্কির মিসে আরমিন ভে’র শিষ্যরা পয়েন্ট ভাগাভাগি করে নেয়। আর গার্দিওলা মনেকরেন, খেলায় তার শিষ্যদের আরো ভালো করা উচিৎ ছিল।
গার্দিওলা বলেন, ‘অবশ্যই বিপক্ষ দল সেরাটা খেলেছে। তাদের রক্ষণভাগ ছিল চমৎকার। যার কারণে আমরা ম্যাচে জায়গা পাইনি। তবে ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। কিন্তু অভিযোগ এসেছে দলের বেশিভাগ ফুটবলারই ক্লান্ত ছিল। ’
বায়ার্নের হয়ে এদিন অধিনায়ক ফিলিপ লাম ৪৫০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেন। কিন্তু জয় না পাওয়া ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলেন না সাবেক জার্মান জাতীয় দলের অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এমএমএস