ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাজশাহীতে জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ শুরু ৮ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
রাজশাহীতে জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ শুরু ৮ নভেম্বর

রাজশাহী: রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে ৮ নভেম্বর থেকে। অনুর্ধ্ব-১৮ টেনিস টুর্নামেন্টের আসর বসবে রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে।



এবারের এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। এর মধ্যে রাজশাহীর ৪ জন খেলোয়াড়ও রয়েছেন। ১৪ নভেম্বর প্রতিযোগিতার সমাপন অনুষ্ঠিত হবে।

রাজশাহী টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, প্রতিযোগিতার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রতিযোগিতা উপলক্ষে গঠিত বিভিন্ন কমিটি প্রতিযোগিতা সফল করার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন।

সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত হবে। এছাড়া এ  উপলক্ষে আগামী ৬ নভেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

এক প্রশ্নের জবাবে আক্কাস আলী বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রতিযোগিতার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম-উল-আজিম।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এদিকে, রাজশাহী টেনিস কমপ্লেক্সের নির্বাহী সদস্য মাহমুদুল ইসলাম রোকন বলেন, একটানা ২৪ বছর ধরে আন্তর্জাতিক এই টেনিস প্রতিযোগিতা সফলভাবে রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিত হয়ে আসছে। তাদের প্রচেষ্টা রয়েছে এবারের আয়োজন আরও জাঁকজমক ও সফলভাবে শেষ করার।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।