ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অদম্য বার্সার সামনে পালমাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
অদম্য বার্সার সামনে পালমাস ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্দান্ত গতিতে এগিয়ে চলা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সামনে এবার অপেক্ষাকৃত দুর্বল দল লাস পালমাস। লা লিগার চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কাতালানরা এ ম্যাচেও পূর্ণ তিন পয়েন্টের জন্যই মাঠে নামবে।

শিরোপা ধরে রাখার মিশনে পূর্ণ শক্তির দল নিয়েই খেলতে যাবে বার্সা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত নয়টায় পালমাসের ঘরের মাঠে আতিথ্য নেবে মেসি-নেইমার-সুয়ারেজরা।

প্রতিপক্ষের থেকে পরিসংখ্যানে অনেক এগিয়ে বার্সা। কাগজে-কলমের থেকেও সাম্প্রতিক পারফরমেন্সে আরও এগিয়ে কাতালানরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লুইস এনরিকের শিষ্যরা এখন পর্যন্ত ৩১ ম্যাচে অপরাজিত। লা লিগায় এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বার্সার লুইস সুয়ারেজ। ২৩ ম্যাচ খেলে উরুগুইয়ান এ গোলমেশিন প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২৪ বার।

ব্যালন ডি অর জয়ী মেসিও রয়েছেন দুর্দান্ত ফর্মে। ২০১৬ সালে সুয়ারেজের সমান নয়টি গোল করেছেন লা লিগার আসরে। চলতি বছর সবচেয়ে বেশিবার সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন সুয়ারেজ। সাতবার গোলের অ্যাসিস্ট করেন তিনি। আর লা লিগায় যে চারটি দলের বিপক্ষে ৩০১ গোল করা মেসি গোলের দেখা পাননি, তার মধ্যে একটি দল হচ্ছে এই পালমাস।

বার্সার বিপক্ষে পালমাস ১৯৮৬ সালে সবশেষ জয় পেয়েছিল। ৩-০ গোলের সেই জয়ের পর আর কোনো ম্যাচেই পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারেনি আজকের স্বাগতিক দলটি। এরপর নয়টি ম্যাচ খেললেও ৫টিতে হেরেছে পালমাস আর ৪টি ড্র করে মাঠ ছাড়ে দলটি।

সবশেষ ৬টি অ্যাওয়ে ম্যাচে বার্সা হারেনি কোনোটিতেই। চারটি জয়ের পাশাপাশি এনরিক শিষ্যরা দুইবার প্রতিপক্ষের সঙ্গে ড্র করেছে।

শেষ ৫টি ম্যাচের চারটিতেই হেরেছে পালমাস। অপরদিকে মেসি-নেইমাররা সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে, বাকি ম্যাচটি ড্র করে গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।