ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘সাদা পেলে’কে টপকে যাওয়ার অপেক্ষায় নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
‘সাদা পেলে’কে টপকে যাওয়ার অপেক্ষায় নেইমার

ঢাকা: দেশের জার্সিগায়ে ৬৯ ম্যাচে ৪৬ গোল করেছেন। বিশ্বসেরা ক্লাবের হয়ে নিজের প্রথম মৌসুমে ৪১ ম্যাচে ১৫, দ্বিতীয় মৌসুমে ৫১ ম্যাচে ৩৯ আর চলতি মৌসুমে ৩২ ম্যাচে ২৩ গোল করেছেন এই ফুটবলের সেনসেশন।

ক্লাব ক্যারিয়ারে ৩৪৯ ম্যাচে প্রতিপক্ষের জালে ২১৩ বার বল জড়িয়েছেন তিনি।

ব্রাজিল অধিনায়ক নেইমারের কাগজে-কলমে পরিসংখ্যান এটি।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো জানালেন, বিশ্বসেরা ফুটবলারদের একজন নেইমার। বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের ‘সাদা পেলে’ জিকো বলেন, খুব শিগগিরই বিশ্বসেরা ফুটবলার হিসেবে নেইমারের নাম ঘোষণা করা হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

নেইমার-ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে এবারের ব্যালন ডি অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে, তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকা নেইমারের ভূয়সী প্রসংশা করেন জিকো।

ব্রাজিলিয়ান কোনো ফুটবলার হিসেবে এক ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করার দিক দিয়ে তালিকায় নাম রয়েছে নেইমারের। জাপানের বিপক্ষে এক ম্যাচেই ৪ গোল করেন তিনি। এর আগে জিকো, রোমারিও, জিজিনহো, জুনিনহো, আদেমির, অ্যাভারিস্তা আর কারেকা হলুদ জার্সিধারীদের হয়ে এক ম্যাচে চার গোল করার কৃতিত্ব দেখান।

এখানেই শেষ নয় নেইমারের বিশ্বসেরা ফুটবলার হয়ে উঠার দুরন্ত পথ। দেশের জার্সি গায়ে জিকো-পেলে-বেবেতো, রোনালদো-রোনালদিনহো-রোমারিওদের দলে ঢুকেছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সেরা ১০ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। পেলে ৯২ ম্যাচে গোল করেছেন ৭৭টি। রোনালদো ৯৮ ম্যাচে গোলের দেখা পান ৬২ বার। তিন নম্বরে থাকা রোমারিও ৭০ ম্যাচে করেছেন ৫৫ গোল। নেইমারের ঠিক উপরেই থাকা জিকো ব্রাজিলের হয়ে ৭১ ম্যাচ খেলে গোল করেছেন ৪৮টি। ‘সাদা পেলে’র থেকে মাত্র দুটি গোলই তো পিছিয়ে নেইমার!

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।