ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যাওয়ে ম্যাচে আবারো নিষ্প্রভ রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
অ্যাওয়ে ম্যাচে আবারো নিষ্প্রভ রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতির আশায় মালাগার মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যরা আরও একবার প্রমাণ করলো অ্যাওয়ে ম্যাচে এ মৌসুমে নিষ্প্রভ তারা।

মালাগার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোরা। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্পেনের সফলতম দলটিকে।

রিয়ালের হয়ে প্রথম একাদশে মাঠে নামেন কেইলর নাভাস, কারভাজাল, নাচো, সার্জিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ, টনি ক্রুস, কোভাচিচ, ইসকো, জেসে এবং রোনালদো। ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না করিম বেনজেমা ও গ্যারেথ বেল।

মালাগার ডিফেন্স ভেদ করে অতিথি হয়ে নামা রিয়াল ম্যাচের আধাঘণ্টা কোনো সুযোগ করতে পারেনি। ৩৩ মিনিটের মাথায় স্বাগতিকদের জালে বল জড়ান রোনালদো। রিয়ালকে লিড পাইয়ে দিতে পর্তুগিজ তারকাকে বলের যোগান দেন টনি ক্রুস। ফলে, ১-০তে এগিয়ে যায় জিদান শিষ্যরা।

এর তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করার সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। ৩৬ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। মালাগার গোলরক্ষক কার্লোস কামিনিকে ফাঁকি দিতে পারেননি পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর ম্যাচের ৬৬ মিনিটে সমতায় ফেরে মালাগা। স্বাগতিকদের সমতায় ফেরান রাউল রেদাল।

ম্যাচের বাকি সময়ে আর গোল করতে না পারলে রিয়ালকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এ ম্যাচে জয় না পাওয়ায় ২৫ ম্যাচে রিয়ালের সংগ্রহ দাঁড়ায় ৫৪ পয়েন্ট। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৬৩।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।