যশোর: আগামী অলিম্পিক ও সাফ গেমস পর্যন্ত আমাদের ট্রেনিং অব্যাহত রাখতে হবে। তাহলে আমরা অনেক স্বর্ণ জিততে পারবো।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নওয়াপাড়ার নিজ বাড়িতে বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) স্বর্ণজয়ী জলকন্যা মাহফুজা আক্তার শিলা এ কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি তার কোচকে বাংলাদেশে রেখে দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। কৃতজ্ঞতা জানান স্বর্ণজয়ের পেছনে নৌ বাহিনীর অবদানের কথা। লেখাপড়া চালিয়ে যাওয়ায় পেছনে স্থানীয় এক ব্যবসায়ীর পৃষ্ঠপোষকতার কথাও উল্লেখ করতে ভোলেননি শিলা।
জলকন্যা বলেন, মাত্র তিন মাস ট্রেনিং করে আমরা দু’টি স্বর্ণ জিতেছি। এ ট্রেনিং তিন মাসের পরিবর্তে দু’বছর করানো হলে আমাদের স্বর্ণ জয়ের হাহাকার থাকবে না। বিষয়টি ফেডারেশনও উপলব্ধি করতে পারছে।
বাংলাদেশ সরকার, অলিম্পিক অ্যাসোসিয়েশন ও স্লিম ফেডারেশনের প্রতি দাবি জানিয়ে মাহফুজা আক্তার শিলা বলেন, তার বর্তমান কোরিয়ান কোচ পার্কটেগুনকে যেন বাংলাদেশেই রাখা হয়। কোরিয়ান ওই কোচকে ভারত ও শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার জন্য ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে। তবে বাংলাদেশেই থাকতে রাজি আছেন পার্কটেগুন। দ্রুত বাংলাদেশ এ ব্যাপারে সিদ্ধান্ত না নিলে তিনি চলে যাবেন, বলেন শিলা।
এক্ষেত্রে যেভাবেই হউক ওই কোচকে বাংলাদেশে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
স্বর্ণজয় ও নিজের এ অবস্থানে আসার পেছনে নৌ বাহিনীর অনেক অবদান রয়েছে উল্লেখ করে মাহফুজা আক্তার শিলা বলেন, নৌ বাহিনী আমাকে তিন বছর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এসএ গেমসে স্বর্ণজয়ের পেছনে ওই প্রশিক্ষণ বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।
প্রাথমিকের গণ্ডি পেরিয়ে অনার্স-মাস্টার্স পর্যন্ত পড়াশোনা ও সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে নওয়াপাড়ার রেজাউল বিশ্বাস নামে এক ব্যবসায়ী পৃষ্ঠপোষকতা করেছেন বলে জানান শিলা। শিলা বলেন, প্রতিটি ক্ষেত্রেই রেজাউল ভাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। যা কখনোই ভোলার নয়।
এমনকি, নেভিতে চাকরি করাকালে রেজাউল ভাইয়ের সঙ্গে দেখা হলে তিনি আমার খোঁজখবর রেখেছেন, জোর করে অর্থ সহায়তা দিয়েছেন। যা কখনোই ভোলার নই।
গত ০৮ ফেব্রুয়ারি ভারতের গৌহাটি ও শিলং এ অনুষ্ঠিত ১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বর্ণ এনে দেন নওয়াপাড়ার জলকন্যা শিলা। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জিততে তিনি সময় নেন ৩৪.৮৮ সেকেন্ড।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেডএস
** প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ জলকন্যা শিলা
** জলকন্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ
** ‘এতো সম্মান এইনে দেবে স্বপ্নেও ভাবতি পারিনি’
** এই পুকুরে সাঁতার কেটেই স্বর্ণজয় জলকন্যার
** মাবিয়া ও শিলার পাশে প্রধানমন্ত্রী