ঢাকা: নিজেদের ক্লাব ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে ১০ হাজার গোলের মাইলফলক স্পর্শ করেছে বার্সেলোনা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির পা থেকেই রেকর্ড ছোঁয়া ঐতিহাসিক গোলটি পায় স্প্যানিশ জায়ান্টরা।
আর্সেনালের বিপক্ষে (২-০) চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচে এমন কীর্তি গড়ে বার্সা। এমিরেটস স্টেডিয়ামে মেসির জোড়া গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালেও এক পা দিয়ে রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বার্সার রেকর্ড ১০ হাজার গোল এসেছে ৪,৩৭৫ ম্যাচ থেকে। ম্যাচ প্রতি গোলের গড় ২.২৮। ১৯০১ সালের কোপা মাকায়ার মধ্য দিয়ে এর সূত্রপাত ঘটে।
এরপর থেকে এখন পর্যন্ত ১২৬টি ট্রফি জিতেছে কাতালানরা। প্রথমটি আসে ১৯০১-০২ মৌসুমের কোপা মাকায়াতে। আর সবশেষ গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা উল্লাসে মেতেছিলেন লুইস এনরিকের শিষ্যরা।
বার্সার এতো সংখ্যক গোলের মধ্যে মেসির দখলে রয়েছে ৪৪১টি (লা লিগায় ৩০১)। যাকে বলা হচ্ছে, কাতালানদের সর্বকালের সেরা গোলস্কোরার। লা লিগা সহ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সার সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় আর্জেন্টাইন আইকনের ধারেকাছেও কেউ নেই।
মেসির পর ২৩২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রয়াত স্প্যানিশ ফরোয়ার্ড সিজার রদ্রিগেজ। সেরা পাঁচের বাকি তিনজনও প্রয়াত। এর হলেন যথাক্রমে হাঙ্গেরিয়ান কিংবদন্তি লাজলো কুবালা (১৯৪), দুই স্প্যানিশ জোসেফ সামিটার (১৭৮) ও জোসেফ এস্কোলা (১৬৩)। তাই অদূর ভবিষ্যতে মেসির রেকর্ডে কারো ভাগ বসানোর কোনো সম্ভাবনাই নেই!
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএম