ঢাকা: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৬’। পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে ‘প্রাণ ক্র্যাকো’।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।
পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্ট চলবে ১ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টে ২৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টিং ক্লাবের সভাপতি তানজিরুল ইসলাম ও এর সঞ্চালক এএসএম আসিফ, প্রাণ ফুডসের হেড অব মার্কেটিং আলী হাসান আলম ও ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন।
সংবাদ সম্মেলনে আলী হাসান বলেন, ব্যাডমিন্টন খেলাকে আরো জনপ্রিয় করতে আমরা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। প্রাণ ক্র্যাকো’র লক্ষ্য তরুণদের সঙ্গে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা।
এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সঙ্গে বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করার আশা প্রকাশ করেন তিনি।
২৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও ভিসি অধ্যাপক এমএম শহীদুল হাসান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়ক তাহসান।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএইচএস/জেডএস