ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফুটবল মাঠে নিহত ১, গ্রেফতার ৫৪

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ফুটবল মাঠে নিহত ১, গ্রেফতার ৫৪ ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবলের মাঠে এক সমর্থককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে প্যারাগুয়েতে। আর এ ঘটনার রেশ ধরে ৫৪ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।



প্যারাগুয়ের একটি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় দেশটির দুই ক্লাব অলিম্পিয়া ও সেরো পোরতেনো। ম্যাচ শুরুর কিছু পরেই গুলির আওয়াজে কেঁপে উঠে স্টেডিয়াম। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান খেলা দেখতে আসা ১৮ বছর বয়সী এক ফুটবল সমর্থক।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহত সমর্থক অলিম্পিয়ার ভক্ত ছিলেন। আরও জানা যায়, স্থানীয় পুলিশ আগে থেকেই অবগত ছিলেন ম্যাচে মাঠে উপস্থিত থাকা দর্শকদের মাঝে উত্তেজনা ছড়াতে পারে। আর সেভাবেই পুলিশ তাদের অবস্থান নিয়েছিল। কিন্তু, এরপরও অনাকাঙ্খিত এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ আরও জানায়, সন্দেহভাজন দর্শক আর গ্রেফতারকৃত সমর্থকদের কাছে পিস্তল ও ছুঁরি পাওয়া গিয়েছে। গুলির ঘটনার পরপরই দুই দলের প্রায় ১০০ জন সমর্থকের মাঝে তুমুল গণ্ডগোল শুরু হয়। পুলিশ বাধা দিতে গেলে ত্রিমুখি সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ম্যাচটি আবারো মাঠে গড়ায়। অলিম্পিয়া-সেরো পোরতেনোর ক্লাসিক ম্যাচে ১-০ তে জয় পেয়েছে পোরতেনোর দলটি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।