ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফিফা নির্বাচন বন্ধের আবেদন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ফিফা নির্বাচন বন্ধের আবেদন ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই জর্ডানের রাজপুত্র আলি বিন-আল হুসেইন সেই নির্বাচন স্থগিত রাখার দাবি তুললেন।

নির্বাসিত সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের উত্তরসূরির দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আলি। কিন্তু তারপরেও কেন তিনি এই দাবি তুলছেন?

আলির আইনজীবীরা এক বিবৃতিতে জানান, ‘নির্বাচন পদ্ধতিকে স্বচ্ছ এবং নিরপেক্ষ রাখার প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। কিন্তু কীভাবে সেই স্বচ্ছতা বজায় রাখা হবে, তা নিয়ে তারা এখন পর্যন্ত নীরব। ফলে ভোটে কারচুপির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আগামী শনিবারের ভোটগ্রহণ বন্ধ রাখা হোক। ’

এদিকে শুধু তাই নয়। আলি এমনও জানিয়েছেন, তার দাবিকে প্রতিষ্ঠিত করতে তিনি লুসানে কোর্ট অব আরবিট্রেশন অব স্পোর্টসে (ক্যাস) দাবি জানাবেন। তিনি জানান, সেপ ব্লাটার যে দুর্নীতির অনুপ্রবেশ ঘটিয়েছেন ফিফায়, তা এখনও দূর করা যায়নি। তাই নির্বাচনে অনেকরকম ঘটনা দেখা যেতে পারে। তাই ফিফা প্রেসিডেন্ট পদের নির্বাচনের দিন পিছিয়ে দেওয়া হোক।

এদিকে ফিফা ইথিক্স কমিটির সিদ্ধান্ত নিয়ে আবারও সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার। তিনি জানান, কোনও দুর্নীতির সঙ্গেই তার সম্পর্ক ছিল না।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।