ঢাকা: চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে ডায়নামো কিয়েভের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। আর এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে এক পাঁ দিয়ে রাখলো ম্যানুয়েলে পেলেগ্রিনির শিষ্যরা।
বুধবার ডায়নামোর ঘরের মাঠ এনএসকে অলিম্পিজেস্কে আতিথিয়েতা নিতে যায় সিটিজেনরা। আর প্রথম থেকেই আক্রমণাত্ম হয়ে খেলতে থাকা দলটির হয়ে একটি করে গোল করেন সার্জিও আগুয়েরো, ডেভিড সিলভা ও ইয়াইয়া তোরে।
ম্যাচের ১৫ মিনিটে তোরের সহায়তায় দলের হয়ে লিড নেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। আর ৪০ মিনিটে রাহিম স্টারলিংয়ে পাসে স্প্যানিশ তারকা সিলভা গোল করলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশ জায়ান্টরা।
বিরতির পর অবশ্য ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিকরা খেলায় খুব দ্রুতই ফেরত আসে। ৫৮ মিনিটে ভিতালি বুয়ালস্কির গোলে ব্যবধান কমায় ইউক্রেনের দলটি।
কিন্তু খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে আইভরিকোস্ট স্ট্রাইকার তোরে গোল করলে বড় জয় নিশ্চিত হয় সিটির। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।
আগামী ১৫ মার্চ সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস