ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে দুর্বল পিএসভিকে পেয়েও কিছু করতে পারলো না অ্যাতলেটিকো মাদ্রিদ। ১০ জনের নেদারল্যান্ডসের দলটি নিজেদের ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্টদের গোলশূন্য ব্যবধানে রুখে দিল।
বুধবার ফিলিপস স্টেডিয়নে আতিথিয়েতা নিতে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে এদিন গোল মিসের মহড়ায় যোগ দেয় সফরকারী ফুটবলাররা। যার খেসারত হিসেবে ম্যাচ শেষে খালি হাতে ফিরতে হয় দলটিকে।
অ্যাতলেটিকোর হয়ে অ্যান্তেনিও গ্রিজম্যান ও কোকে সহজ দুটি গোলের সুযোগ নষ্ট করেন। আর দিয়েগো গদিনের একটি গোল রেফারি বাতিল করে দিলে জয় বঞ্চিত হয় রোজি ব্ল্যাঙ্কসরা।
মাঝে খেলার ৫৩ ও ৬৮ মিনিটে স্বাগতিক ফুটবলার গ্যাস্টন লোপেজ দু’বার হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। ১০ জনের দলে পরিণত হয় পিএসভি। তবে এই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা।
আগামী ১৫ মার্চ অ্যাতলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে দ্বিতিয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস