ঢাকা: শেষ হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের সব খেলা। এই ষোলো দলের মধ্যে ছয়টি দলই জয় তুলে নিয়েছে।
অন্য ম্যাচগুলোতে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই, জেনিথকে ১-০ গোলে বেনফিকা, জেন্টকে ৩-২ গোলে উলফসবার্গ, রোমাকে ২-০ গোলে রিয়াল মাদ্রিদ, আর্সেনালকে ২-০ গোলে বার্সেলোনা ও ডায়নামো কিয়েভকে ৩-২ গোলে ম্যানচেস্টার সিটি হারায়।
এদিকে শেষ ষোলোর এই আটটি খেলা শেষে ফুটবলের জনপ্রিয় সাইট গোল ডট কম সেরা একাদশ গড়েছে। যেখানে লেফট উইং হিসেবে জায়গা করে নিয়েছেন গানারদের বিপক্ষে জোড়া গোল করা লিওনেল মেসি। সেন্টার ফরোয়ার্ড হিসেবে রয়েছেন জুভেন্টাসের মারিও মানজুকিচ। আর রাইটে রয়েছেন জুভিদের বিপক্ষেই দারুণ এক গোল করা বায়ার্নের স্ট্রাইকার আরিয়েন রোবেন।
রোমার বিপক্ষে রিয়াল ২-০তে ম্যাচ জেতে। একটি গোলও করেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গোল ডট কমের করা এই একাদশে জায়গা হয়নি এ পর্তুগিজের।
এ একাদশে মধ্যমাঠে রয়েছেন ম্যানসিটির ইয়াইয়া তোরে, পিএসজির মার্কো ভেরাত্তি ও উলফসবার্গের জুলিয়ান ড্র্যাক্সলার।
রক্ষণভাগে রয়েছেন, চেলসির আব্দুল বাবা রাহমান, রিয়ালের রাফায়েল ভারানে, একই দলের অধিনায়ক সার্জিও রামোস ও বার্সা ডিফেন্ডার দানি আলভেজ। আর গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে অ্যাতলেটিকোর বিপক্ষে দারুণ কিছু সেভ করা পিএসভির জেরোয়েন জোয়েটকে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস