ঢাকা: বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এর পরেই আসবে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
স্বদেশী বলেই হয়তো নেইমারের এতোটা ভূয়সী প্রশংসা করেছেন কাফু! ২০১৫ ব্যালন ডি’অরে মেসি-রোনালদোর পেছনে থেকে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় নেইমারকে। তবুও সাবেক ব্রাজিলিয়ান তারকা মনে করেন, ফুটবলের একটি জায়গায় (কৌশলগত দক্ষতা) মেসি-রোনালদোর চেয়েও ভালো ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।
এক সাক্ষাৎকারে কাফু বলেন, ‘তার (নেইমার) টেকনিক্যাল স্কিলগুলো দেখুন। আমি বলবো, নেইমার বর্তমানে মেসি ও রোনালদোর চেয়েও শক্তিশালী। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ’
জাতীয় দলে অভিষেকের (২০১০ সালের আগস্টে) পর থেকেই নেইমারকে ব্রাজিলের মূল খেলোয়াড় হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু, ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ ও গত বছরের কোপা আমেরিকায় সেলেকাওদের সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি ব্রাজিলিয়ান সেনসেশন। অবশ্য, দু’টি আসরেই তার পক্ষে ভাগ্য সহায় ছিল না। বিশ্বকাপে ইনজুরি ও কোপায় নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন।
তবে নেইমারের পাশেই থাকছেন কাফু, ‘তর্কাতীতভাবেই নেইমার ব্রাজিলের সেরা তারকা। অন্যান্য ব্রাজিলিয়ানের তুলনায় সে অন্য লেভেলের। কিন্তু, ব্রাজিলের একটি সংঘবদ্ধ দল প্রয়োজন। এর কোনো বিকল্প নেই। কারণ, নেইমারের একার পক্ষে ব্রাজিলকে চূড়ান্ত সফলতা এনে দেওয়া সম্ভব নয়। একটি সংঘবদ্ধ টিমই পারে সেলেকাওদের শক্তিশালী করতে। ’
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএম