ঢাকা: নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশের প্রথম ফ্রাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগ, বিএসএল। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে গেল ৫ জানুয়ারি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক।
২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক আলো-ঝলমলে পরিবেশের মধ্যদিয়ে উন্মোচন করা হবে বহুল প্রতিক্ষীত এই সুপার লিগের লোগো।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লোগো উন্মোচনের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডরেশনের সহ-সভাপতি বাদল রায়, সাইফ পাওয়ার টেক’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন এবং নির্বাহি পরিচালক সারোয়ার আনাম।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাদল রায় বলেন, বিএসএল আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ফুটবলের এক নতুন দিক উন্মোচন হতে যাচ্ছে। আমরা আশা করি টুর্নামেন্টটি বাংলাদেশের ফুটবলকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সাইফ পাওয়ার টেক এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।
২৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বিএসএল’র লোগো উন্মোচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি এবং ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
অনুষ্ঠানে লোগো উন্মোচনের পাশাপাশি থাকবে দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর