ঢাকা: রিও ২০১৬ অলিম্পিকসের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ব্রাজিলের বিখ্যাত স্টেডিয়াম মারাকানায়। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফা এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
১৯ আগস্ট নারীদের ফাইনালের পরের দিন (২০ আগস্ট) পুরুষদের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। পুরুষদের ইভেন্টে লড়বে ১৬টি দেশ আর নারীদের ইভেন্টে থাকছে ১২টি দেশ।
এবারের আসরে ফুটবলের ম্যাচগুলো হবে ব্রাজিলের ছয়টি শহরে। মারাকানা ছাড়াও ফুটবলের জমজমাট ম্যাচগুলো হবে মানাউসের অ্যামাজোনিয়া অ্যারেনা, সাও পাওলোর করিন্থিয়াস অ্যারেনা, সালভাদরের ফোন্তে নোভা অ্যারেনা, ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা এবং বেলো হরিজোন্তের মিনেইরাওতে।
এবারের আসরে পুরুষ ফুটবল দলের মধ্যে রয়েছে স্বাগতিক ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, মেক্সিকো, ডেনমার্ক, সুইডেন, পর্তুগাল, ফিজি, হন্ডুরাস, নাইজেরিয়া, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, রিপাবলিক অব কোরিয়া এবং ইরাক। এছাড়া আমেরিকা ও কলম্বিয়ার মধ্যে একটি দেশকে প্লে-অফ ম্যাচ খেলে মূলপর্বে আসতে হবে।
আগামী ১৪ এপ্রিলে রিও অলিম্পিকের পুরুষ ফুটবল দলের ড্র অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
এমআর