ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিএসএল দিয়ে তৈরি হবে ভবিষ্যত ফুটবলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিএসএল দিয়ে তৈরি হবে ভবিষ্যত ফুটবলার ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সুপার লিগ ফুটবল, ‘বিএসএল’ দিয়ে এদেশের ফুটবলের সোনালি অতীত ফিরিয়ে আনতে চাইছেন প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। তিনি মনে করেন বিএসএল’র ফ্রাঞ্চাইজিরা শুধু একটি দলকেই নয় সাথে সাথে তারা পরিচালনা করবেন একটি ফুটবল একাডেমিকেও, যেখানে তৈরি হবে এ দেশের ভবিষ্যত ফুটবলাররা।



বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিএসএল’র লোগো উন্মোচন সংক্রান্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যত নিয়ে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

দেশের ৮টি বিভাগের ফ্রাঞ্চাইজিদের নিয়ে আট দলের সমন্বয়ে আসছে নভেম্বরে শুরু হবে বাংলাদেশের প্রথম ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ ফুটবল, বিএসএল। টুর্নামেন্টে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন ইউরোপ ও ল্যাটিন আমেরিকার নামকরা সব খেলোয়াড়রা। যাদের সংস্পর্শে খেললে এদেশের ফুটবলাররা তাদের দক্ষতার উন্নয়ন ঘটাতে পারবে বলে মনে করেন রুহুল আমিন।

তিনি জানান, ‘ফুটবলকে এদেশের প্রথম এবং সব চেয়ে জনপ্রিয় ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠিত করতেই আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে একাত্ম হয়ে বিএসএল আয়োজন করছি। শুধু তাই নয়, ফুটবলে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার দাপুটে দল হিসেবে হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ’

এদিকে নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে দেশের ৮টি ভেন্যুর তিনটি ভেন্যু পরিদর্শন শেষ করেছে আয়োজকরা। ভেন্যু তিনিটি হলো ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী।

ভেন্যু পরিদর্শন প্রসঙ্গে জানানো হয়, ময়মনসিংহ স্টেডিয়ামের গ্যালারি, গ্রাউন্ড ও অবকাঠামো ভালো। তবে সেখানে ফ্লাডলাইট নেই। ফ্লাডলাইট কেনার জন্য ক্রীড়া মন্ত্রনালয়কে আমরা অবহিত করেছি। তবে, রংপুর স্টেডিয়ামের অবস্থা ততটা ভালো না। সেখানের গ্যালারি ও গ্রাউন্ড ভাল না। এছাড়া সেখানে ফ্লাডলাইটও নেই।

আর রাজশাহী স্টেডিয়ামের ফ্লাডলাইট থাকলেও একটির টাওয়ার নেই। টাওয়ারটি কিনতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছি। এছাড়া স্টেডিয়ামের সবই ভাল আছে।

একই উদ্দেশ্যে আগামী সপ্তাহে বরিশাল ও খুলনা ভেন্যু পরিদর্শনে যাবে ভেন্যু পর্যবেক্ষক দল।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।