ঢাকা: প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ২৮ ফেব্রুয়ারি উন্মোচন করা হবে দেশের প্রথম ফ্রাঞ্চাইজি লিগ ভিত্তিক ফুটবল বিএসএল’র লোগো। এই প্রথম বাংলাদেশ ফুটবলের কোন অনুষ্ঠানে এমন বিপুল পরিমান অর্থ ব্যয় করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে বিএসএল’র লোগো উন্মোচন নিয়ে এমন তথ্য দিলেন বিএসএল’র প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
তিনি জানান, ‘আন্তর্জাতিকতার ছোঁয়ায় আন্তর্জাতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আমরা বিএসএল’র লোগো উন্মোচন করবো। আর এর জন্য আমাদের ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা। ’
বাফুফে থেকে জানানো হয়, ‘জমকালো এই অনুষ্ঠানকে সামনে রেখে গেল ২২ ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঞ্চ তৈরির কাজ চলছে এবং কাজটি প্রায় শেষের পথে। ’
সাধারণ দর্শকরা বিনামূল্যে আয়োজিত অনুষ্ঠানটি দেখতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৫, ৬, ১৮ ও ১৯ নম্বর গ্যালারির গেট দিয়ে সাধারণ দর্শকরা প্রবেশ করবেন। আর ভিআইপিদের জন্য নির্ধারিত থাকছে ১ নম্বর গেট।
অনুষ্ঠানের শুরু হবে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্যদিয়ে। এরপর থাকছে অতিথিদের ভাষণ। ভাষণের পর লোগো উন্মোচন, পরে বিএসএল’র থিম সং পরিবেশন, থিম সং শেষে থাকছে আতশবাজি পরিবেশন।
লোগো উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, বিশেষ অতিথি থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি এবং ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।
বিএসএল’র থিম সংটি লিখেছেন বাংলাদেশের কিংকর আহসান, সুর দিয়েছেন ডাব্বু মালিক ও গানটি গাইবেন ভারতের সত্যজিত। ইগল ডান্স গ্রুপ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবশেন করবে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর
** ২৮ ফেব্রুয়ারি বিএসএল’র লোগো উন্মোচন