ঢাকা: প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকাটাই যেন তাঁতিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওল্ড ট্রাফোর্ডে ফিরতি পর্বের ম্যাচে ডেনিস ক্লাব মিডজিল্যান্ডের জালে রীতিমতো গোল উৎসবে মাতে রেড ডেভিলসরা।
ম্যানইউর হয়ে মার্কাস রাশফোর্ডের অভিষেকটা ছিল স্বপ্নময়। অ্যান্থোনি মার্শাল ইনজুরিতে থাকায় তাকে শুরুর একাদশেই মাঠে নামান লুইস ফন গান। জোড়া গোল করে কোচের আস্থার প্রতিদান দেন ১৮ বছর বয়সী এ তরুণ ইংলিশ স্ট্রাইকার।
ম্যাচের শুরুতে অবশ্য মিডজিল্যান্ডই লিড নেয়। ২৭ মিনিটে মিডফিল্ডার পিওনে সিস্টোর গোলে এগিয়ে গেলেও এর পাঁচ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়ায় ভিজিটররা। আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে স্বাগতিকরা।
বিরতির পরই মিডজিল্যান্ডের গোলমুখে একের পর এক আক্রমণ চালায় ম্যানইউ। ৬৩ ও ৭৫ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে দলকে ৩-১ গোলের লিড এনে দেন রাশফোর্ড। আর ৮৭ মিনিটে আন্দের হেরেরা ও শেষ মিনিটে মেম্ফিস ডিপাইয়ের গোলে উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
পুরো ম্যাচেই বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে নিজেদের আধিপত্য বজায় রাখে ম্যানইউ। ৭১ শতাংশ বল দখলে রাখেন মাতা-ডিপাই-ড্যালি ব্লাইন্ড-মাইকেল ক্যারিকরা। অন্যদিকে, নব্বই মিনিটে মাত্র দু’টি প্রচেষ্টাই একবার গোলমুখে শট নেয় ডেনিস জায়ান্টরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ প্রথম লেগ ও ১৭ মার্চ ফিরতি পর্বের ম্যাচ মাঠে গড়াবে।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএম