ঢাকা: ইতালিয়ান লিগে দুর্দান্ত ফর্মে থাকা নাপোলি ইউরোপা লিগের নকআউট পর্ব (রাউন্ড-৩২) থেকেই বিদায় নিয়েছে। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।
অন্যান্য ম্যাচের মধ্যে নরওয়ের মোল্ডের বিপক্ষে ১-০ গোলে হারলেও দুই লেগে ৩-১ ব্যবধানের জয়ে পরের রাউন্ডে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেভিয়া। পর্তুগিজ পরাশক্তি পোর্তোতে ১-০ (দুই লেগ মিলিয়ে ৩-০) গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে জার্মাসির বুরুশিয়া ডর্টমুন্ড।
সাও পাওলো স্টেডিয়ামে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে বেশ এগিয়ে থেকেও জয়ের দেখা পায়নি নাপোলি। যদিও ম্যাচের ১৭ মিনিটে মিডফিল্ডার মারেক হামসিকের গোলে লিড নেয় স্বাগতিকরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মাউরিজিও সারির শিষ্যরা।
কিন্তু, দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে স্বাগতিকদের রীতিমতো দুঃস্বপ্ন উপহার দেন স্প্যানিশ মিডফিল্ডার টমাস পিনা। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সমতায় ফেরে ভিয়ারিয়াল। ম্যাচ থেকেও যেন ছিটকে যায় নাপোলি। ওই অবস্থায় শেষ ষোলো নিশ্চিতে তাদের অন্তত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হতো। কিন্তু, গঞ্জালো হিগুয়েইনরা সমর্থকদের কেবল হতাশাই উপহার দেন। রাউন্ড-৩২ এর বাধা পেরোতেই যে ব্যর্থ হয় নাপোলি!
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএম