ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চোখের ইনজুরিতে ছিটকে গেলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
চোখের ইনজুরিতে ছিটকে গেলেন জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাইয়ে যখন পা রাখেন তখন থেকেই চোখের সমস্যায় ভুগছেন নোভাক জোকোভিচ। শেষ পর্যন্ত দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের মাঝপথে এসে সরে দাঁড়াতে বাধ্য হলেন সার্বিয়ান টেনিস সেনসেশন।

তবে খুব দ্রুতই সুস্থ হয়ে কোর্টে ফেরার আশা ব্যক্ত করেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম (অস্ট্রেলিয়ান ওপেন) জয়ী।

কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন চোখের সমস্যা তীব্র হলে ম্যাচ ছেড়ে দেন জোকোভিচ। ততক্ষণে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে জিতে নেন স্প্যানিশ ফেলিসিয়ানো লোপেজ। এরপর দ্বিতীয় সেট আর কোর্টে গড়ায়নি। ২০১১ সালের সেপ্টেম্বরের পর এ প্রথম কোনো টুর্নামেন্ট চলাকালীন অবসর নিলেন জোকোভিচ।

এর আগে দ্বিতীয় রাউন্ডে দাপুটে জয়ে রেকর্ড গড়েছিলেন জোকোভিচ। তিউনিসিয়ার মালেক ‍জাজিরিকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের ৭০০তম সিঙ্গেল ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। কিন্তু, কোয়ার্টারে এসে চোখের সমস্যার কাছে হার মানলেন ২৮ বছর বয়সী এ টেনিস তারকা।

এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ওয়েবসাইটে জোকোভিচ উল্লেখ করেন, ‘দুবাইয়ে যখন এসেছি তখন থেকেই চোখের ইনজুরির সঙ্গে লড়াই করছি। ইনফেকশন দিয়ে এটি শুরু হয় যা পরে তীব্র এলার্জিতে রূপ নেয়। দুর্ভাগ্যজনকভাবে গত দু’দিনে চোখের সমস্যাটা তীব্র আকার ধারণ করে। এ প্রথম আমি এ ধরনের সমস্যায় পড়লাম। আজ ইনজুরিটা আরো খারাপ পর্যায়ে চলে যায়। আশা করছি, কয়েকদিনের মধ্যেই চোখের ইনজুরিটা কেটে যাবে। ’

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএম

** রেকর্ড ৭০০তম জয় জোকোভিচের
** কোর্টে ফিরেই জোকোভিচের উড়ন্ত জয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।