ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফিফার নতুন প্রেসিডেন্ট জিয়ান্নি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ফিফার নতুন প্রেসিডেন্ট জিয়ান্নি ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফানতিনো। আগামী ২০১৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সুইজারল্যান্ডের এ নাগরিক।

এর মাধ্যমে ফিফার নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জিয়ান্নি।

এর আগে অনুষ্ঠিত ভোটে ২০৭ ভোটের মধ্যে জিয়ান্নির পক্ষে ১১৫ ভোট পড়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সালমান পেয়েছেন ৮৮ ভোট, ৪ ভোট পেয়েছেন প্রিন্স আলি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক বক্তব্যে জিয়ান্নি বলেন, এর মাধ্যমে ফিফার ‘নতুন অধ্যায়ের’ সূচনা হলো। কঠোর প্ররিশ্রম ও উৎসর্গের মাধ্যমে ফিফার ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করে যাবো।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জিয়ান্নিকে স্বাগত জানাতে শুরু করেছেন বিশ্বব্যাপী ফুটবল ভক্তসহ সংশিষ্টরা।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেডএস

** নতুন প্রেসিডেন্টের অপেক্ষায় বিশ্বফুটবল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।