ঢাকা: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সুইজারল্যান্ডের নাগরিক জিয়ান্নি ইনফান্তিনো। স্বদেশি সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছেন এই সুইস।
ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর ৪৫ বছর বয়সী ইনফান্তিনোকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সভাপতি ব্লাটার। তিনি জানান, ‘ইনফান্তিনোর রয়েছে অভিজ্ঞতা, দক্ষতা, কৌশল আর কূটনৈতিক নৈপুণ্য। ’
আগামী ২০১৯ সাল পর্যন্ত ফিফার প্রেসিডেন্ট পদে থাকবেন ইনফান্তিনো। ২০৭ ভোটের মধ্যে তার পক্ষে ১১৫ ভোট পড়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সালমান পেয়েছেন ৮৮ ভোট, ৪ ভোট পেয়েছেন প্রিন্স আলি।
ইনফান্তিনোকে উঞ্চ অভিনন্দন জানানো ৭৯ বছর বয়সী ব্লাটার জানান, ফিফার নতুন নির্বাচিত সভাপতিকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস সে আমার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করবেন। ফিফায় স্থিতাবস্থাও ফিরিয়ে আনতে পারবে বলে আমার বিশ্বাস। আমি তার সাফল্য কামনা করি।
গত মে মাসে ফিফা কংগ্রেসে সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর ব্লাটারকে দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নিষিদ্ধ করা হয়। ফিফার নৈতিকতা কমিটি তাকে আট বছরের জন্য ফিফার যাবতীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে ব্লাটারের নিষেধাজ্ঞা দুই বছর কমিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর