ঢাকা: অনূর্ধ্ব-৩০ বছরের নিচে ভারতীয় তারকা খেলোয়াড়দের মধ্যে ‘সত্যিকারের গেম চেঞ্জার’ হিসেবে খ্যাতি পেয়েছেন দেশটির টেনিস কুইন সানিয়া মির্জা, ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল আর ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি।
ভারতের অনূর্ধ্ব-৩০ বছর বয়সী ৫৬ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়।
কোহলি প্রসঙ্গে ফোর্বসে বলা হয়, ভারতের ব্যাটিং রাজপুত্র কোহলির নেতৃত্বে ভারত জানুয়ারি মাসে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে। অনূর্ধ্ব-৩০ বছর বয়সী তারকা খেলোয়াড়দের মধ্যে কোহলির আয়ও বেশি। ২৭ বছর বয়সী স্টাইলিশ এ ব্যাটসম্যান ২০১৫ সালে ১১.৩ মিলিয়ন ইউরো আয় করেছেন।
সুইস টেনিস তারকা মার্টিনা হিঙ্গিসকে নিয়ে টানা ৪১ ম্যাচ জেতা ভারতের সানিয়া মির্জাকেও রাখা হয়েছে শীর্ষদের তালিকায়। গত বছর হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে সানিয়া দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। সানিয়া প্রসঙ্গে ফোর্বসে বলা হয়, ‘ভারতের টেনিস ইতিহাসের সর্বোচ্চ আয়ের সর্বাধিক জনপ্রিয় খেলোয়াড়’।
অন্যদিকে সাইনা নেহওয়ালও রয়েছেন শীর্ষদের তালিকায়। তিনিও ফোর্বসের বিচারে সেরা আয় করা তারকাদের মধ্যে অন্যতম। ফোর্বসে বলা হয়, ২০১৫ সালটি দুর্দান্ত কাটানো সাইনা ‘ভারতের রোল মডেল’।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর